এশিয়া কাপের সিদ্ধান্ত নিবেন পাপন: পিসিবি

ক্রিকেট দুনিয়া July 9, 2020 4,821
এশিয়া কাপের সিদ্ধান্ত নিবেন পাপন: পিসিবি

এক ইনস্টাগ্রাম লাইভ আড্ডায় বিসিসিআই সৌরভ গাঙুলি নিজের ৪৮তম জন্মদিনে বলেছিলেন, করোনা সংকটের কারণে এবারের এশিয়া কাপ ‘বাতিল হয়ে গেছে’। তবে গাঙুলি যে মন্তব্য করেছেন তার কোনো মূল্য নেই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড- পিসিবি’র এক মুখপাত্র। সেই সাথে তারা জানিয়েছেন, এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত কেবল নিবেন এসিসির সভাপতি নাজমু হাসান পাপন।


এশিয়া কাপ নিয়ে বিসিসিআই’র সভাপতির মন্তব্য করার কোনো মানে নেই বলে জানালেন পিসিবি’র মিডিয়া বিষয়ক পরিচালক সামিউল হাসান বার্নি। তার মতে, কেবল এশিয়ান ক্রিকেট কাউন্সিল- এসিসি’র সভাপতিই এ ধরনের সিদ্ধান্তের কথা জানাতে পারেন।


সামিউল হাসান বলেন, “সৌরভ যে বক্তব্য দিয়েছেন, সেটা কোন প্রভাব ফেলবে না। সে যদি সে প্রতি সপ্তাহে এমন মন্তব্য করে, তাহলে কথার কোন মূল্য থাকে না। ”


তিনি আরও বলেন, “এশিয়া কাপের সিদ্ধান্ত এসিসি নেবে। ঘোষণাটা একমাত্র এসিসি প্রধান নাজমুল হাসান পাপন দিতে পারেন। আমাদের জানা মতে, আগামী এসিসি সভার দিনক্ষণ এখনো চূড়ান্ত করা হয়নি। ”


বর্তমানে এসিসি’র প্রধান হিসেবে দায়িত্বে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন।


সূত্রঃ স্পোর্টসজোন২৪