করোনার কারণে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ সেই ১৩ মার্চ থেকে। অবশেষে অপেক্ষার প্রহর ফুরোনোর পালা। আজই (বুধবার) ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট দিয়ে মাঠে গড়াচ্ছে ক্রিকেট। দর্শক-সমর্থকদের আগ্রহ উদ্দীপনার শেষ নেই।
কিন্তু সেই আগ্রহে শুরুতেই বাধা পড়ল। বাধা দিল প্রকৃতি। বৃষ্টির কারণে অ্যাগিয়াস বোলে সিরিজের প্রথম টেস্টটির সময়মতো টস করা সম্ভব হয়নি। খেলা শুরু কখন হবে, তাই বলাও যাচ্ছে না।
বাংলাদেশ সময় বেলা ৩.৩০ মিনিটে টস হওয়ার কথা ছিল। খেলা শুরুর সময় নির্ধারিত ছিল বিকেল ৪টায়। কিন্তু খেলা শুরুর সময় পার হওয়ার পরও টসই হয়নি টেস্টের।
সূত্রঃ জাগোনিউজ২৪