হত্যার অভিযোগে গ্রেফতার কুশল মেন্ডিস

খেলাধুলার বিবিধ July 5, 2020 2,714
হত্যার অভিযোগে গ্রেফতার কুশল মেন্ডিস

কুশল মেন্ডিসকে আটক করেছে পানাদুরা-নর্থ পুলিশ। পানাদুরায় এক মারাত্মক দুর্ঘটনার জেরে আটক করা হয় শ্রীলঙ্কার এই ডানহাতি ব্যাটসম্যানকে। এই দুর্ঘটনায় প্রান হারিয়েছেন ৬৪ বছর বয়সী একজন।


পুলিশ জানায়, মৃত ব্যক্তির সাইকেলের সঙ্গে ধাক্কা লাগে মেন্ডিসের গাড়ির। রবিবার (৫ জুলাই) লঙ্কান স্থানীয় সময় সাড়ে ৫টার দিকে পানাদুরায় হরিদুয়ানা এলাকা থেকে ১৩ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে।


দুর্ঘটনায় প্রান হারানো সেই ব্যক্তি পানাদুরার গোরাকপোলার বাসীন্দা। এই ঘটনা সম্পর্কে লঙ্কান গণমাধ্যমকে জানান পুলিশের মুখপাত্র এসএসপি জালিয়া সেনারত্নে। কুশল মেন্ডিসকে ডাক্তারি পরীক্ষার জন্য হাজির করা হবে জানিয়েছে পুলিশ। এরপর আদালতে প্রেরণ করা হবে।


২৫ বছর বয়সী কুশল মেন্ডিস শ্রীলঙ্কার পক্ষে ৪৪ টেস্ট, ৭৬ ওয়ানডে ও ২৬ টি-টোয়েন্টি খেলেছেন। তিন ফরম্যাটে তার রান যথাক্রমে ২৯৯৫, ২১৬৭ ও ৪৮৪। ৯ আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক কুশল মেন্ডিসের তিন ফরম্যাট মিলে আছে ৩৩ টি ফিফটি।


সূত্রঃ ক্রিকফ্রেন্জি