বাংলাদেশের পরিস্থিতি বেশ কঠিন: উইলিয়ামসন

ক্রিকেট দুনিয়া June 27, 2020 1,906
বাংলাদেশের পরিস্থিতি বেশ কঠিন: উইলিয়ামসন

বাংলাদেশের মতো জনবহুল দেশের পক্ষে করোনাভাইরাস নিয়ন্ত্রণে রাখা যথেষ্ট কষ্টসাধ্য বলে মনে করেন কেন উইলিয়ামসন। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে জুম অ্যাপে আলাপ করার পরেই এই উপলব্ধি হয়েছে নিউজিল্যান্ডের এই তারকা ব্যাটসম্যানের।


করোনাভাইরাসের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে ইউনিসেফের সঙ্গে কাজ করছেন উইলিয়ামসন। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন আরো তিন ক্রিকেটার হেনরি নিকোলস, সোফি ডিভাইন এবং ড্যান কার্টার। সম্প্রতি এই দায়িত্ব প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলেছেন কিউই দলপতি। সেখানেই উঠে এসেছে বাংলাদেশের প্রসঙ্গ।


উইলিয়ামসন বলেন, 'সম্প্রতি জুম অ্যাপের মাধ্যমে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে দীর্ঘ আলাপ হয়েছে আমার। এরপর আমি বুঝতে পেরেছি যে তাঁর দেশের পরিস্থিতি কতটা কঠিন। বাংলাদেশের মতো জনবহুল একটি দেশে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলে ভাইরাসটিকে দূরে রাখা কষ্টকর।'


তামিমের সঙ্গে আলাপর পর বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন উইলিয়ামসন। পাশাপাশি দেশটির আবহাওয়ার ব্যাপারেও অবগত আছেন তিনি। কিউই তারকার ভাষায়, 'বাংলাদেশের কন্ডিশন অনেক খারাপ।


আমি সেখানকার গরম এবং আদ্রতার কথা ভুলবো না। আমি যখন প্রথম বাংলাদেশ সফরে গিয়েছিলাম তখন এর অভিজ্ঞতা হয়েছে। এটি ছিল একটি ক্ষুদ্র সতর্কবার্তা নিজেদের মানিয়ে নেয়ার ক্ষেত্রে।'


সূত্রঃ ক্রিকফ্রেন্জি