ক’রোনাভাইরাসের কারণে একের পর এক ধাক্কা খাচ্ছে ক্রিকেট বোর্ডগুলো। স্থগিত হচ্ছে দ্বিপাক্ষিক সিরিজগুলো। গতকাল দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত হওয়ার পর আজ (২৪ জুন) স্থগিত হল টাইগারদের আরো এক সিরিজ।
আগামী মাসে তিনটি টেস্ট খেলার জন্য শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল টাইগার্স ক্রিকেটারদের। কিন্তু মরণঘাতী এই ভাইরাসের অস্থিতিশীলতার কারণে লঙ্কান সফরকেও না বলতে হয়েছে দেশ দুটির ক্রিকেট বোর্ড।
কোভিড-১৯ মহামারি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় মার্চে টাইগারদের পাকিস্তান সফরের শেষ পর্ব স্থগিত করে পিসিবি। মাহমুদুল্লাহ-তামিমদের মে-জুনে আয়ারল্যান্ডের বিপক্ষে টি২০ ও ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল ইংল্যান্ডের মাটিতে। সেটাও স্থগিত রেখেছে ক্রিকেট আয়ারল্যান্ড।
জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ স্থগিত করেছে বিসিবি। আগস্ট- সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু সেটাকেও স্থগিত রাখতে হয়েছে। এবার টাইগারদের শ্রীলঙ্কা সফরও স্থগিত।
সূত্রঃ স্পোর্টসজোন২৪