আগামী মাসে উইন্ডিজদের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ইংলিশরা। করোনা পরবর্তী সেটিই হতে যাচ্ছে প্রথম আন্তর্জাতিক কোন সিরিজ।
এরপর পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবে ইংলিশরা। ঘরের মাঠে সেই সিরিজ এখনো চূড়ান্ত না হলেও তার সম্ভাব্য সূচি প্রকাশ করেছে ইসিবি।
সম্ভাব্য সূচী অনুসারে ৫ আগস্ট ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম টেস্ট মাঠে গড়াবে। এরপর সাউদাম্পটনের এজেস বোলে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো। ২ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে সফর শেষ হবে পাকিস্তানের।
তবে আগস্টে সিরিজ হলেও এক মাস আগেই ভাড়া করা চাটার্ড বিমানে চড়ে ম্যানচেষ্টারের উদ্দেশ্যে পাকিস্তান দল দেশ ছাড়বে ২৮ জুন।
চার্টার্ড ফ্লাইটে করে ইংল্যান্ড রওনা করার আগে লাহোরের একটি পাঁচ-তারকা হোটেলে অবস্থান করবে খেলোয়াড়রা। এরপর ইংল্যান্ড পৌঁছে ডার্বিশায়ারে থাকতে হবে কোয়ারেন্টিনে।
টেস্ট, টি-টোয়েন্টি মিলে ২৯ সদস্যের লম্বা দল দিয়েছে পিসিবি। এই সফরে যাবার আগে দল আর দল সংশ্লিষ্ট সবাইকে দুইবার করোনা পরীক্ষা দিতে হবে।
প্রথম ধাপে সোমবার যে যার শহরে করোনা টেস্ট করিয়েছেন। যেখানে রাউলাপিন্ডিতে ৫ জনের টেস্টে তিনজন শাদাব খান, হ্যারিস রউফ ও হায়দার আলী ক’রোনা পজিটিভ প্রমাণিত হয়েছে। আর দ্বিতীয় পরীক্ষা হবে অনুশীলনে যোগ দেয়ার পর বুধবার লাহোরে।
এই সফরে খেলোয়াড়রা সঙ্গে করে নিতে পারবেন না পরিবারকে। এনিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে ক্রিকেট বোর্ড। যে কারণে দলের নিয়মিত খেলোয়াড় হ্যারিস সোহেল আগেই নাম তুলে নিয়েছেন দল থেকে। এই সফরে যাচ্ছেন না মোহাম্মদ আমিরও।
★ পাকিস্তান – ইংল্যান্ড সিরিজের সম্ভাব্য সূচি
• টেস্ট সিরিজ:
আগস্ট ৫-৯: ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম টেস্ট
আগস্ট ১৩-১৭: সাউদাম্পটনের এজেস বোলে দ্বিতীয় টেস্ট
আগস্ট ২১-২৫: সাউদাম্পটনের এজেস বোলে তৃতীয় টেস্ট
• টি-টোয়েন্টি সিরিজ:
আগস্ট ২৯: সাউদাম্পটনের এজেস বোলে প্রথম টি-টোয়েন্টি
আগস্ট ৩১: সাউদাম্পটনের এজেস বোলে দ্বিতীয় টি-টোয়েন্টি
সেপ্টেম্বর ০২: সাউদাম্পটনের এজেস বোলে তৃতীয় টি-টোয়েন্টি
সূত্রঃ স্পোর্টসজোন২৪