বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত করল নিউজিল্যান্ড

ক্রিকেট দুনিয়া June 23, 2020 1,641
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত করল নিউজিল্যান্ড

ধীরে ধীরে বাংলাদেশের করোনাভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। প্রতিদিনই বাংলাদেশ আক্রান্ত হচ্ছে প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষ। এই অবস্থায় আন্তর্জাতিক ক্রিকেট তো দূরে থাক ঘরোয়া ক্রিকেট লিগ চালু করা সম্ভব নয় বাংলাদেশে। এই অবস্থায় বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ বাতিল করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।


আগামী আগস্ট এবং সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসার কথা ছিল নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের। কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্থা দেখে কোন দল আসতে চাইবে না। আজ সেই কারণেই এই সিরিজ স্থগিত ঘোষণা করেছে নিউজিল্যান্ড।


সূত্রঃ বাংলাওয়াশক্রিকেট