ওপেনিং ব্যাটসম্যানদের দায়িত্বটা থাকে অনেক বড়। যেকারণে দলকে ভালো সুচনা এনে দিতে অনেকটা সাবধানী ব্যাটিংই করতে হয় তাদের। তাছাড়া নতুন বলে বোলাররাও সুবিধা পায়। সেকারণেও দেখে শুনে ব্যাটিং করতে হয় তাদের। তবে এরপরও কিছু ব্যাটসম্যান রয়েছে যারা শুরু থেকেই আক্রমণাত্নক ক্রিকেট খেলে। প্রথম বল থেকেই বোলারদের উপর চড়াও হন তারা।
যদি প্রথম বলে বাউন্ডারি মেরে ইনিংস শুরু করা ব্যাটসম্যানদের কথা বলা হয় তবে সবার চোখের সামনে ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগের ছবি ভেসে উঠবে। তবে এই তালিকায় পিছিয়ে নেই বাংলাদেশী ওপেনার তামিম ইকবালও। এমনকি ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলেরও আগে আছেন এই রেকর্ডে তামিম।
• ইনিংসের প্রথম বলে সর্বোচ্চ বাউন্ডারি মারা পাঁচ ক্রিকেটার:-
১. বীরেন্দ্র শেওয়াগ – ২০ বার
বিরেন্দ্র শেওয়াগ কে সর্বকালের অন্যতম সেরা মারকুটে ওপেনার হিসাবে ধরা হয়। ভারতের সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান তার ক্যারিয়ারে মাত্র ১২৬ ইনিংস ভারতের ভয়ে গোড়াপত্তন করেছেন যার ২০ বারই তিনি প্রথম বলেই বাউন্ডারি মেরে দলের ও নিজের রানের খাতা খুলেছেন। এমনকি ৩ ফরম্যাট মিলিয়ে মোট ৩০ বার প্রথম বলে বাউন্ডারি মেরেছেন তিনি।
২. শেন ওয়াটসন – ৮ বার
অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে ১৯০ ম্যাচের ১৬৯ ইনিংসে ব্যাট হাতে নামলেও শেন ওয়াটসন ইনিংসের প্রথম বল খেলেছেন মাত্র ৭৭ ইনিংসে। এর মধ্যেও ওয়াটসন তার ক্যারিয়ারের ৮ বার ইনিংসের প্রথম বলে চার মেরে রানের খাতা খুলেছেন।
৩. অ্যাডাম গিলক্রিষ্ট – ৮ বার
অস্ট্রেলিয়ার হয়ে দীর্ঘ এক যুগ ওয়ানডে ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন সাবেক এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। গিলক্রিষ্ট তার ক্যারিয়ারে মোট ২০৭ ইনিংসের প্রথম বল মোকাবেলা করেছেন যার মধ্যে ৮ বার ইনিংসের প্রথম বলেই চার মেরেছেন।
৪. তামিম ইকবাল – ৭ বার
তাকে বলা হয় দেশসেরা ওপেনার। ২০০৭ সালে অভিষেকের পর তিনি খুবই ক্ষিপ্রতার সাথে ওপেন করতেন। এজন্য তার সঙ্গে ট্যাগ হয়েছে বাংলাদেশের ড্যাশিং ওপেনার নামটাও। এই উদ্ভোধনী ব্যাটসম্যান ওয়ানডেতে মোট ১৯৫ বার ইনিংসের প্রথম বল মোকাবেলা করে ৭ বার প্রথম বলেই চার মেরেছেন। ক্যারিয়ারের শুরুর দিকে তামিম একটু বেশিই এগ্রেসিভ থাকলেও সাম্প্রতিক সময়ে তামিম একটু রয়েসয়ে খেলতে পছন্দ করেন। এটা না হলে তামিমের ক্যারিয়ারে এখন প্রথম বলে বাউন্ডারি ১০ এরও অধিক দেখা যেত।
৫. ক্রিস গেইল – ৫ বার
ওয়েস্ট ইন্ডিজ দলের জ্যামাইকার এই ড্যাশিং ওপানারকে সবাই অন্য ভাবেই চেনে। টি-টুয়েন্টি ক্রিকেটে ক্রিস গেইল সর্বকালের সেরা ব্যাটসম্যান। তার মারকাটারি ব্যাটিং এর জন্য বিশ্ব ক্রিকেটে তিনি প্রসিদ্ধ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২১৩ ইনিংসে ওপেন করতে নেমে ৫ বার প্রথম বলেই বাউন্ডারী মারেন গেইল। গেইল এমন একজন ওপেনার যিনি টেস্টেও ইনিংসের প্রথম বলে ছক্কা মেরে রেকর্ড গড়েন।
[পরিসংখ্যান ০১ জানুয়ারি ২০০১ থেকে এখন পর্যন্ত]
সূত্রঃ স্পোর্টসজোন২৪