শ্রীলঙ্কা সফরের জন্য ৩৮ সদস্যের দল গঠন করে ফেলেছে বিসিবি!

ক্রিকেট দুনিয়া June 19, 2020 6,627
শ্রীলঙ্কা সফরের জন্য ৩৮ সদস্যের দল গঠন করে ফেলেছে বিসিবি!

এখনো নিশ্চিত নয় টাইগারদের শ্রীলঙ্কা সফর। করোনার কারনে এখনো অনুশীলনেও ফিরতে পারেননি ক্রিকেটাররা। তবে আসা ছাড়ছেনা বিসিবি। ক্রিকেট দলের শ্রীলঙ্কা ব্যাপারটি মাথায় রেখে ৩৮ সদস্যের প্রাথমিক বাংলাদেশ দল বোর্ডের কাছে জমা দিয়েছেন নিবার্চক হাবিবুল বাশার সুমন।


দেশের করোনা পরিস্থিতি উন্নতি হলেই ক্রিকেটারদের অনুশীলনের দিনক্ষণ ঠিক হবে। পরে এখান থেকেই তিন ফরম্যাটের দল নির্বাচন করা হবে বলেও জানান বাশার।


করোনার প্রভাবের মধ্যেই ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নিশ্চিত করে ফেলেছে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দিনক্ষণ। অপেক্ষায় আছে পাকিস্তান শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো।


আইসিসি’র এফটিপি অনুযায়ী জুলাই আগস্টে বাংলাদেশের সফর করার কথা দ্বীপ দেশটিতে। কিন্তু, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ, দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে।


লঙ্কা সফর নিয়ে নানা নাটকীয়তা চলছে। বিসিবি পরিস্কার করেনি সফরটি ব্যাপারে। তবে, হোম ওয়ার্ক সেরে ফেলেছেন বিসিবি’র নিবার্চকরা। প্রাথমিক একটা দল তৈরি করে বোর্ড সভাপতি টেবিলে জমা দিয়েছেন। এখান থেকেই নির্বাচিত হবে তিন ফরম্যাটের বাংলাদেশ দল।


বিসিবি’র নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, “এখনো পর্যন্ত আমরা জানি যে শ্রীলঙ্কা সফর বাতিল হয়নি। আপাতত সেটাই মাথায় আছে। আমরা একটা প্রাথমিক ৩৮ সদস্যের দল দিয়ে দিয়েছি।


লম্বা একটা দেয়া হয়েছে এখান থেকে টেস্ট ওয়ানডে ও টি-টোয়েন্টি এখন থেকে তিন ফরম্যাটের দল তৈরি করবো। প্রস্তুতি নিয়ে খেলতে যাওয়া যাবে এটা আমি নিশ্চিত করে বলতে পারি। আমার জানা মতে ফিটনেস নিয়ে সবাই কাজ করছি।”


তবে লকডাউনের এই সময়ে ক্রিকেটারদের কঠিন চ্যালেঞ্জ ফিটনেস ধরে রাখা। নির্বাচকরা খোঁজ খবর রাখছেন নিয়মিত। আপাতত ক্রিকেটারদের সার্বিক ফিটনেসে সন্তুষ্ট।


ক্রিকেট পাড়ায় গুঞ্জন বাংলাদেশ শ্রীলঙ্কা সফরের পাশাপাশি একই সফরে লঙ্কার মাটিতে এশিয়া কাপ খেলার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে প্রস্তুতিটা কতোটা কিংবা কি পরিকল্পনা বাংলাদেশের।


হাবিবুল বাশার জানান, “সে ক্ষেত্রে আমরা হয়তো ঐ দেশে গিয়ে অনুশীলন করবো। অথবা বাংলাদেশ থেকে আইসোলেশন করা হবে। এশিয়া কাপ হলে বাকি দেশগুলোর যে অবস্থা হবে বাংলাদেশেরও একই অবস্থা হবে। ”


সর্বশেষ মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলো বাংলাদেশ। এরপর থেকেই ক্রিকেট লকডাউনে বন্দী।


সূত্রঃ সময় টিভি, স্পোর্টসজোন২৪