আফ্রিদীর সুস্থতার জন্য মুশফিকদের প্রার্থনা

খেলাধুলার বিবিধ June 13, 2020 3,491
আফ্রিদীর সুস্থতার জন্য মুশফিকদের প্রার্থনা

করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই কাজ করে আসছেন শহীদ আফ্রিদি। বিভিন্নভাবে দুস্থ-অসহায়দের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার ও তার ফাউন্ডেশন। এবার নিজেই এই ভাইরাসে আক্রা’ন্ত হলেন আফ্রিদি।


শনিবার এক টুইট বার্তায় কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ার খবরটি নিজেই জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। খবরটি জানিয়ে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পাকিস্তানের হয়ে ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে ও ৯৯টি টি-টোয়েন্টি খেলা আফ্রিদি।


টুইট বার্তায় আফ্রিদি লিখেছেন, ‘বৃহস্পতিবার থেকে আমি অসুস্থ বোধ করছি। আমার শরীর খারাপভাবে ব্যথা করছিল। আমি পরীক্ষা করিয়েছি এবং দুর্ভাগ্যক্রমে আমি কোভিড-১৯ পজিটিভ। দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া প্রয়োজন, ইনশা আল্লাহ।’


পাকিস্তানের হেড কোচ মিসবাহ উল হক বলেন, ‘আমার দোয়া ও শুভকামনা রইল শহীদ আফ্রিদির জন্য। আশা করি আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিবেন। বেলুচিস্তান ও নর্দার্ন অঞ্চলে সে অনেক চ্যারিটি করেছে। এই পরিস্থিতিতে পুরোটা সময় সে গরীবদের সাহায্য করেছে, দারুণ কাজ করেছে।’


পাকিস্তানের বাঁহাতি পেসার সোহেল তানভীর রিটুইট করে লিখেছেন, ‘দ্রুত সুস্থতা কামনা করছি লালা। দ্রুত সুস্থ হয়ে উঠুন।’


পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল লিখেছেন, ‘ইনশা আল্লাহ, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন, আমিন। আপনার দীর্ঘ সুস্থ জীবনের জন্য দোয়া করছি। দ্রুত সুস্থ হয়ে উঠুন।’


ব্যক্তিগত বিদ্বেষ ভুলে গৌতম গম্ভীর স্পোর্টসতাককে বলেন, ‘শহীদ আফ্রিদির সঙ্গে আমার রাজনৈতিক মতানৈক্য আছে। তবে আমি আশা করি সে দ্রুত করোনা ভাইরাস থেকে মুক্ত হবে।’


করোনা মোকাবিলায় অনেক আগে থেকেই লড়াই করে আসছেন আফ্রিদি। নিজে এবং তার ফাউন্ডেশনের মাধ্যমে অস্বচ্ছলদের পাশে দাঁড়াচ্ছেন তিনি। করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে নিলামে তোলা মুশফিকুর রহিমের ইতিহাসগড়া ব্যাটটি ১৭ লাখ টাকায় কিনে নেন আফ্রিদি।


সূত্রঃ স্পোর্টসজোন২৪