করোনাকালে প্রথম দল হিসেবে ইংল্যান্ড সফরে উইন্ডিজ ক্রিকেটাররা

ক্রিকেট দুনিয়া June 9, 2020 12,782
করোনাকালে প্রথম দল হিসেবে ইংল্যান্ড সফরে উইন্ডিজ ক্রিকেটাররা

করোনাভাইরাস পরিস্থিতিতে বন্ধ হয়ে যাওয়ার পর আগামী জুলাইয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। ইংল্যান্ড আতিথেয়তা দেবে ওয়েস্ট ইন্ডিজকে।


তবে তিন টেস্টের সিরিজ খেলতে আজই অ্যান্টিগা ছেড়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। আর করোনাকালে প্রথম দল হিসেবে বিদেশ সফরে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেটাররা।


দেশ ছাড়ার আগে সব ক্রিকেটারই পেয়েছেন সুসংবাদ! আইসিসিরি গাইডলাইন অনুযায়ী সফরকারী ও স্বাগতিক দলের ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ও আয়োজকদের জন্য করোনা টেস্ট বাধ্যতামূলক।


যার কারণে বিমানে উঠার আগে ইংল্যান্ড সফরে ডাক পাওয়া ১৪ জন ক্রিকেটার সহ টিম ম্যানেজমেন্টের প্রত্যেকের করোনা টেস্ট করা হয়ছে। আর এই পরীক্ষায় সবাই ‘পাস’ করেছেন!


ক্রিকইনফোকে ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেছেন,“সকল খেলোয়াড় এবং সহযোগী স্টাফদের করোনা পরীক্ষার ফলাফলগুলি নেগেটিভ এসেছে। আমরা বৃহস্পতিবার থেকে ট্রেনিং শুরু করতে পারব। এর আগে অবশ্যই আমাদের যুক্তরাজ্যের করোনা টেস্টের ফল পেতে হবে।”


দুই দল ৮ জুলাই সাউদাম্পটনের এজেস বউল মাঠে টেস্ট ম্যাচে ‍মুখোমুখি হবে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি হবে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে। ১৬ ও ২৪ জুলাই দুটি টেস্ট ম্যাচ শুরু হবে। তিন টেস্ট হবে দর্শক শূন্য স্টেডিয়ামে ও জীবাণুমুক্ত পরিবেশে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪