ওয়ানডেতে বিশ্বসেরা পাঁচ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের তালিকায় মুশফিক

ক্রিকেট দুনিয়া June 5, 2020 10,063
ওয়ানডেতে বিশ্বসেরা পাঁচ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের তালিকায় মুশফিক

গত ৫ বছরে বাংলাদেশের সবচেয়ে সেরা ক্রিকেটার খুঁজলে নাম আসবে মুশফিকুর রহিমের। যার ব্যাটিং গড় বিশ্বের সেরা ক্রিকেটারের মতো। যেখানে টি-টোয়েন্টি গড় বাদ দিলে গত ৫ বছরে মুশফিকের ওয়ানডে গড় ৪৭.২২ এবং টেস্টে ৪৫.৩১। এমন সাফল্যে শুধু মুশফিকের ব্যাটে দেখা যায়। কিন্তু বিশ্ব ক্রিকেটে ওয়ানডেতে সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান তালিকায় মুশফিক কত নম্বরে?


ক্রিকেট বিশ্বে ওয়ানডেতে চার হাজার উপরে রান করা এমন উইকেটরক্ষক ব্যাটসম্যানের তালিকায় আছেন ৯জন। তার মধ্যে সেরা পাঁচে আছেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। যেখানে তার রান হচ্ছে ৫৬৩৩।


এই তালিকায় ১০ হাজারের ওপরে রান করেছেন মাত্র দু’জন। সবার প্রথমে আছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (১৩৩৪১)। এরপর ভারতীয় মহেন্দ্র সিং ধোনি (১০৭৭৩) আছেন দ্বিতীয়। এছাড়া অ্যাডাম গিলক্রিস্ট (৯৪১০) তৃতীয় ও অ্যান্ডি ফ্লাওয়ার (৫৮৪৫) আছেন চার নম্বরে। এরপরে মুশফিক আছেন পাঁচ নম্বরে (৫৬৬৩)।


সেরা ৯ উইকেটরক্ষক ব্যাটসম্যান তালিকার খেলোয়াড়দের নাম – রানঃ


কুমার সাঙ্গাকারা – ১৩৩৪১

মহেন্দ্র সিং ধোনি – ১০৭৭৩

অ্যাডাম গিলক্রিস্ট – ৯৪১০

অ্যান্ডি ফ্লাওয়ার – ৫৮৪৫

মুশফিকুর রহিম – ৫৬৩৩

কুইন্টন ডি কক – ৫১৩২

মার্ক বাউচার – ৪৬৮০

ব্রেন্ডন ম্যাককালাম – ৪০৫৭

অ্যালেক স্টুয়ার্ট – ৪০১৭


সূত্রঃ স্পোর্টসজোন২৪