অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তা। আদৌ এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্ভব কিনা সেই নিয়ে ২৮ মে ভিডিও কনফারেন্সে বৈঠকে বসতে চলেছে আইসিসি-বোর্ড। তবে বড় সম্ভাবনা রয়েছে ২০২০ সালের এবারের আসর বাতিল করে ২০২২ সালে আয়োজনের।
১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা। করোনা ভাইরাস থেকে বাঁচতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। আপাতত পরিস্থিতির দিকে নজর রাখছে আইসিসিও।
তবে এই বছরের বিশ্বকাপ চলে যেতে পারে ২০২২ সালে! এমন সম্ভবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ২০২১ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি বদল করতে চাইছে না আইসিসি।
এদিকে তবে এখন পর্যন্ত সূচি মেনেই ২০২০ বিশ্বকাপের প্রস্তুতির কাজ এগোচ্ছে অস্ট্রেলিয়া। কারণ ক্রিকেট অস্ট্রেলিয়া কোনওভাবেই ২০২২ সালে বিশ্বকাপ সরাতে চায় না।
কারণ ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার পর নির্দিষ্ট সূচি অনুযায়ী বিশ্বকাপ আয়োজন করা সম্ভব কিনা তা নিয়েও আইসিসির বৈঠকে আলোচনা হবে।
পাশাপাশি বিকল্প হিসেবে ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ করা যায় কিনা তা নিয়েও আইসিসি-র বোর্ড মিটিংয়ে আলোচনা হবে। আসলে সবদিক বিবেচনা করেই বিশ্বকাপের ভবিষ্যত নিয়ে একটা সিদ্ধান্ত নিতে চলেছে আইসিসি।
সম্প্রতি আইসিসির ঊর্ধ্বতন এক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘সভায় আলোচনার বিষয় হিসেবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের তিনটি দিক তুলে ধরবে।
প্রথমটা অবশ্যই মাঠে দর্শক প্রবেশে অনুমতি বজায় রেখে নির্ধারিত সূচি মেনে বিশ্বকাপ আয়োজন করা। সেক্ষেত্রে টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের ১৪ দিনের কোয়ারেন্টাইন আবশ্যক।’
‘বিকল্প হিসেবে দর্শকহীন স্টেডিয়ামে খেলার বিষয়টিও ভাবা হয়েছে। আর সর্বশেষ বিকল্প হিসেবে টুর্নামেন্ট দুই বছর পিছিয়ে ২০২২ সালে নিয়ে যাওয়া। আইসিসির সামনে বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার পথও খোলা রাখা হয়েছে।’– সাথে যোগ করেন তিনি।
সূত্রঃ স্পোর্টসজোন২৪