বাংলাদেশের দর্শকদের সামনে খেলা কঠিন: ডু প্লেসিস

ক্রিকেট দুনিয়া May 14, 2020 1,333
বাংলাদেশের দর্শকদের সামনে খেলা কঠিন: ডু প্লেসিস

ক্রিকেট মানেই গ্যালারি ভরা দর্শকের হৈ-হুল্লোড় আর চিৎকার। বিশ্বের যে প্রান্তেই খেলা হবে সেখানেই ঠিকই পৌঁছে যাবে বাংলাদেশের সমর্থকদের।


আর সেটা যদি দেশের মাটিতে হয় তাহলে তো কথাই নেই। বাংলাদেশের এই ক্রিকেটপাগল জনতার সামনে খেলাকেই কঠিন বলে মনে করেন সাবেক প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস।


বুধবার রাতে টাইগার ওপেনার তামিম ইকবালের সঙ্গে ফেসবুকে লাইভে বাংলাদেশের দর্শকদের নিয়ে কথা হয় ডু প্লেসিসের। সেখানেই বাংলাদেশের সমর্থকদের প্রশংসায় ভাসান এই প্রোটিয়া ব্যাটসম্যান।


আলোচনার এক পর্যায়ে তামিম ইকবালের কাছে ডু প্লেসিস প্রশ্ন রাখেন, ‘দর্শকশূন্য মাঠে খেলতে কেমন লাগবে?’ তামিমমের উত্তর, ‘এভাবে খেলাটা আমার ভালো লাগবে না। মনে হবে সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করছি।’


সারাবিশ্বে বাংলাদেশ ও ভারতের দর্শকদের সুনাম রয়েছে। অনেকটা মজা করে সেটাই আরো একবার তুলে আনলেন ডু প্লেসিস। তিনি বলেন, ‘আমার মনে হয়, বাংলাদেশ ও ভারতে দর্শকশূন্য মাঠে দক্ষিণ আফ্রিকার খেলা উচিৎ। বাংলাদেশ ও ভারতে দর্শকদের সামনে মাঝেমধ্যে খেলা অসম্ভব হয়ে পড়ে।’


এরপরই বাংলাদেশের দর্শকদের প্রশংসায় ভাসিয়ে তিনি বলেন, ‘দর্শকদের কারণে তোমাদের ওখানে (বাংলাদেশ) খেলাটা কঠিন। তোমাদের দর্শকরা অসাধারণ। তারা দারুণ উন্মাদনা তৈরি করে।’


তার কথা শেষ হতেই তামিম বলেন, ‘দর্শকশূন্য মাঠে আমাদের বিপক্ষে খেললে সেটা তোমাদের পক্ষে যাবে। আমাদের দর্শকরা অসাধারণ। তারা খুবই আবেগী, খুবই ভালো।’


তবে বাংলাদেশের দর্শকরা ভদ্র বলেই মত ডু প্লেসিসের। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার দর্শকদের চেয়ে বাংলাদেশি দর্শকরা বেশি ভদ্র।’


সূত্রঃ ডেইলি বাংলাদেশ