একটা ছেলে যদি একটা মেয়েকে Propose করে,তখন মেয়েটা ৬ রকমের উত্তর দিতে পারেঃ ⇓ ⇓ ⇓ ⇓ ⇓
(১) আমাকে একটু সময় দাও....আমি তোমাকে জানাবো।
(২) এটা আমার পক্ষে সম্ভব নাহ। But আমরা সবসময় ভালো Friend হিসেবে থাকতে পারি...
(৩) এখন আমাদের এসব এর দিকে না গিয়ে পড়ালেখায় মনোযোগ দেওয়া দরকার।
(৪) আমি আরেকটা ছেলেকে খুব Like করি। সরি, এটা আমার পক্ষে Possible না।
(৫) ঠাশ..... ঠাশ..... ঠাশ...! (ছেলেটির গালে হাত চলে যাবে।)
(৬) এটা বলতে এতোদিন লাগে ! গাধা কোথাকার ! আমিও তো তোমাকে Love করি।