কলকাতা নাইট রাইডার্সের সর্বকালের সেরা একাদশে সাকিব

ক্রিকেট দুনিয়া May 2, 2020 3,177
কলকাতা নাইট রাইডার্সের সর্বকালের সেরা একাদশে সাকিব

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার কেকেআরে খেলা খেলোয়াড়দের নিয়ে সাজিয়েছে সেরা একাদশ। প্রভাবশালী এই গণমাধ্যমের বাছাইকৃত সেই একাদশে আছেন সাকিবও। দলের নেতৃত্বে রাখা হয়েছে গৌতম গম্ভীরকে।


সাকিবকে অন্তর্ভুক্তির বিষয়ে আনন্দবাজারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে- ‘ছয়ে আরও একজন অলরাউন্ডার। ইনি বাংলাদেশের সাকিব আল হাসান। ব্যাটে নির্ভরযোগ্য, বল হাতে কৃপণ। সাকিবের উপস্থিতি ভারসাম্য বাড়াবে দলে। প্রায় সাত বছর কেকেআরে ছিলেন তিনি। কলকাতার দুইবার চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে ব্যাটে-বলে অবদান ছিল তার।’


সাকিব ছাড়াও বিদেশি ক্রিকেটার হিসেবে বাছাইকৃত একাদশে রয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন। একাদশের বাইরে রয়েছেন আরও দুই ক্রিকেটার, তাদের মধ্যে বিদেশি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে ২০০৮ সালে খেলা পাকিস্তানি শোয়েব আখতারকে।


• একনজরে আনন্দবাজারের বাছাই করা কলকাতা নাইট রাইডার্সের সেরা একাদশ


ব্রেন্ডন ম্যাককালাম, গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উত্থাপা, মনিশ পাণ্ডে, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, সুনীল নারাইন, পীযুষ চাওলা, কুলদীপ যাদব, উমেশ যাদব, মোহাম্মদ শামি।


দ্বাদশ ও ত্রয়োদশ খেলোয়াড়: সূর্যকুমার যাদব ও শোয়েব আখতার।


সূত্রঃ বিডিক্রিকটাইম