সদ্য প্রকাশিত টেস্ট র‍্যাংকিংয়ে ভরাডুবি বাংলাদেশের

ক্রিকেট দুনিয়া May 1, 2020 1,824
সদ্য প্রকাশিত টেস্ট র‍্যাংকিংয়ে ভরাডুবি বাংলাদেশের

সাদা পোশাকের ক্রিকেটে বরাবরই বেশ পিছিয়ে বাংলাদেশ। টেস্টে পদার্পণের পর থেকেই খুব একটা সুবিধা করতে পারছে না বাংলাদেশ। ক্রিকেটের লঙ্গার এই ভার্শনে বেশ ধুঁকতে দেখা যায় লাল সবুজের প্রতিনিধিদের।


তবে সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট র‍্যাংকিংটা যেন অনেকটা পিলে চমকে দিয়েছে ক্রিকেটভক্তদের। নতুন র‍্যাংকিংয়ে ২০১৮ সালে স্ট্যাটাস পাওয়া আফগানিস্তানের পরে ঠাঁই পেয়েছে বাংলাদেশ। সেরা ১০ দলের ভেতর বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে।


মাত্র ৪ টেস্ট খেলা আফগানিস্তানের পয়েন্ট ৫৭। অন্যদিকে প্রায় ২০ বছর ধরে টেস্ট খেলা বাংলাদেশের পয়েন্ট ৫৫। আইসিসির নতুন এই র‍্যাংকিংয়ে শীর্ষস্থান হারিয়েছে ভারত। ১১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে তাঁরা। ১১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে গেছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড ১১৫ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় অবস্থানে।


১০৫ পয়েন্ট নিয়ে ৪র্থ অবস্থান ইংল্যান্ডের। এরপর রয়েছে শ্রীলঙ্কা (৯১), দক্ষিণ আফ্রিকা (৯০), পাকিস্তান (৮৬), ওয়েস্ট ইন্ডিজ (৭৯)।

এদিকে ওয়ানডেতে নিজেদের আগের সপ্তম স্থান ধরে রেখেছে বাংলাদেশ। তবে অষ্টম স্থানে থাকা শ্রীলঙ্কার সঙ্গে রেটিং পার্থক্য কমে হয়েছে তিন। বাংলাদেশের রেটিং ৮৮ এবং শ্রীলঙ্কার ৮৫।


ওয়ানডে র‍্যাংকিংয়ে ১২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের পয়েন্ট ১১৯। এরপর যথাক্রমে অবস্থান করছে নিউজিল্যান্ড (১১৬), দক্ষিণ আফ্রিকা (১০৮), অস্ট্রেলিয়া (১০৭), পাকিস্তান (১০২), ওয়েস্ট ইন্ডিজ (৭৬) এবং আফগানিস্তান (৫০)।


সূত্রঃ ক্রিকফ্রেন্জি