১ম ব্যক্তিঃ কয়টা বাজে?
২য় ব্যক্তিঃ (কথা না বলে) মারলো এক ঘুষি।
১ম ব্যক্তি একেবারে ড্রেনে গিয়ে পড়ল
জনৈক দোকানদার বলল আরে ভাই উনি কম কথা বলতে ভালবাসেন। তাই সব কিছু কাজ দ্বারা বুজাতে চান। মানে এখন ১ টা বাজে।
১ম ব্যক্তিঃ ভাগ্যিস ১২ টা বাজে নি.......