করোনায় বিপর্যস্ত মানুষদের সহায়তায় এগিয়ে আসছেন দেশের ক্রিকেটাররা। সম্মিলিতভাবে সাহায্যের পাশাপাশি ব্যক্তিগতভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন তারকা খেলোয়াড়রা। তাদের খাতায় এবারে নাম লেখালেন জাতীয় দলের তারকা খেলোয়াড় সাব্বির রহমান।
সম্প্রতি বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া এই ক্রিকেটার ৫০০ পরিবারকে ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছেন। রবিবার (১৯ এপ্রিল) রাজশাহীর ৫০০ পরিবারকে ত্রাণ দেয়ার এই কথা তিনি ক্রিকফ্রেঞ্জিকে জানান।
সাব্বির বলেন, 'আমি এই করোনা পরিস্থিতিতে পরিবার সহ রাজশাহীতে চলে এসেছি। পুরো রাজশাহীতে আজকে ত্রাণ দিলাম। ৫০০ পরিবারকে ত্রাণ দিয়েছি। বেসরকারি একটি প্রতিষ্ঠান আমার সাথে ছিল।'
সূত্রঃ ক্রিকফ্রেন্জি