ক্রিকেটের তিন মোড়ল হলো- ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। এদের নেতৃত্বে বেশ কিছু বোর্ড আইসিসিকে বলেছে করোনাভাইরাসের কারণে কিছু সিরিজ যেহেতু বাতিল হয়েছে, এ অবস্থায় আগামী দুই বছরের জন্য যে ওয়ানডে লিগ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছিলো তা বাতিল করা হোক।
শুধু তাই নয়, আইসিসিকে নতুনভাবে ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) ঢেলে সাজানোরও আহ্বান জানিয়েছে বোর্ডগুলো। প্রস্তাব উত্থাপনে ইসিবিই সবচেয়ে বেশি উৎসাহ দেখিয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
আইসিসির সঙ্গে বোর্ডগুলোর এ আলোচনা দুই সপ্তাহ আগেই হয়েছে। মার্চে টেলিকনফারেন্সের মাধ্যমে যে গভর্নর কমিটির মিটিং হয়েছিল, সেখানেই এসব প্রস্তাব দেয়া হয়েছে।
প্রস্তাব শুধু শুনেছে আইসিসি। এ নিয়ে কোনো আলোচনা হয়নি। আইসিসির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো দিক নির্দেশনা পাননি কোনো কর্মকর্তা। - আমাদের সময়