করোনায় প্রাণ গেল আরও ১৫ জনের, নতুন আক্রান্ত ২৬৬

দেশের খবর April 17, 2020 1,252
করোনায় প্রাণ গেল আরও ১৫ জনের, নতুন আক্রান্ত ২৬৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৬৬ জন। করোনায় একদিনে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা এটি সর্বোচ্চ। এ নিয়ে দেশে করোনায় মোট ৭৫ জনের মৃত্যু ও ১ হাজার ৮৩৮ জন আক্রান্ত হলেন।


শুক্রবার বেলা আড়াটার পর অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৯০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।


তিনি জানান, এই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ রোগী। এছাড়া নতুন করে ৯ সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট ৭৫ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠলেন।


প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং দেশে এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।


সূত্রঃ যুগান্তর অনলাইন