অসহায় ক্রীড়াবিদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তামিম

খেলাধুলার বিবিধ April 16, 2020 1,510
অসহায় ক্রীড়াবিদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তামিম

গত অক্টোবরে জুনিয়র অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছিলেন সামিউল। এই অ্যাথলেট কয়েকদিন ধরেই বিজেএমসির চাকরি হারিয়ে অভাবে দিন কাটাচ্ছিলেন এই দৌড়বিদ। আগামী তিন মাস তার পরিবারের সব দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।


বিজেএমসিতে অস্থায়ী পদে চাকরি করতেন সামিউল। বেতন নগণ্যই ছিল। খেলোয়াড় হিসেবেই পেয়েছিলেন চাকরিটা। কিন্তু জানুয়ারির শেষ নাগাদ অস্থায়ী পদে চাকরি করা মোট ২৬৫ জন খেলোয়াড় ও কোচকে ছাঁটাই করে দেয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটি।


ভালো অ্যাথলেট হওয়ার জন্যই বিজেএমসির চাকরিটা হয়েছিল। এর পাশাপাশি ফুটবল খেলেও রোজগার খারাপ ছিল না তার। নিজ জেলা খুলনায় ভালো ফুটবলার হিসেবে খ্যাতি থাকায় খেপ খেলে ভালোই চলছিল। তা দিয়েই পরিবারে বড় অবদান রাখতেন সামিউল। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে সেই আয়ও বন্ধ।


বাড়ির বড় ছেলের আয়-রোজগার নেই। লকডাউনে বাবার মুদি দোকানটাও বন্ধ। ছয় সদস্যের পরিবারে রীতিমতো আঁধারই নেমে এসেছে। তামিম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পর এখন হয়তো একটু স্বস্তি মিলবে তাদের। - আমাদের সময়