এশিয়া কাপ বাদ দিয়ে আইপিএল? যা বললো পিসিবি

ক্রিকেট দুনিয়া April 15, 2020 1,491
এশিয়া কাপ বাদ দিয়ে আইপিএল? যা বললো পিসিবি

ভারতে লকডাউনের কারণে আইপিএল এখন অনিশ্চিত। অবশ্য বেশ কিছুদিন ধরেই এক ধরনের জল্পনা-কল্পনা চলছে, এখন না হলে সেপ্টেম্বরে হতে পারে এই টুর্নামেন্ট। অথচ তখনই হওয়ার কথা এশিয়া কাপ! তাহলে কি বাতিল হচ্ছে এই টুর্নামেন্ট? আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কিন্তু এমন কিছুতে সায় দিচ্ছে না।


সেপ্টেম্বরে হওয়ার কথা এশিয়া কাপ। আইপিএল ২৯ মার্চ শুরু হওয়ার কথা থাকলেও অনির্দিষ্ট কালের জন্য তা স্থগিত হয়ে আছে। ফলে ওই সময় এশিয়া কাপ বাতিল করে আইপিএল হবে কিনা, এমন প্রশ্নে পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান এহসান মানি বলেছেন, ‘আমি এসব গুজব শুনেছি, পত্রিকাতেও পড়েছি। তবে এশিয়া কাপ হবে কিনা, এ বিষয়টি শুধুই ভারত ও পাকিস্তানের বিষয় নয়। অন্যান্য দেশও এর সঙ্গে যুক্ত আছে।’


এশিয়া কাপের গুরুত্ব নিয়ে মানি বলেছেন, ‘তখন যদি ক্রিকেট চালু হয়, তাহলে এশিয়া কাপ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই টুর্নামেন্টের ফান্ড থেকে এশিয়ান ক্রিকেটের উন্নতি নির্ভর করে। এসিসির যারা সদস্য, তাদের জন্য এই টুর্নামেন্ট খুবই গুরুত্বপূর্ণ।’


সঙ্গে মানি এই বিষয়টিও স্বীকার করেছেন করোনা মহামারিতে এশিয়া কাপ আয়োজন করা এখন চ্যালেঞ্জিংই, ‘আমরা জানি না এটা হবে কিনা। তবে পরিস্থিতি পাল্টালে এশিয়া কাপ হতে পারে। হতেই হবে, কারণ এর থেকে পাওয়া আয় উন্নয়ন ফান্ড হিসেবে দুই বছরের জন্য সদস্য দেশগুলোকে বণ্টন করা হয়।’


মানি আরও জানিয়েছেন, এশিয়া কাপ বাংলাদেশ অথবা সংযুক্ত আরব আমিরাতে হবে; এটি এখনও জল্পনা-কল্পনার মধ্যেই আছে।


সূত্রঃ বাংলা ট্রিবিউন