বিরাট কোহলির ডাকনাম ‘চিকু’কেন, এতোদিনে নিজেই খোলসা করলেন

খেলাধুলার বিবিধ April 4, 2020 1,914
বিরাট কোহলির ডাকনাম ‘চিকু’কেন, এতোদিনে নিজেই খোলসা করলেন

করোনা তাণ্ডবে বিশ্বজুড়ে লকডাউন চলছে। বন্ধ ক্রিকেট। এই পরিস্থিতে ঘরবন্দি ক্রিকেটাররা সোশ্যাল সাইটের মাধ্যমে যোগাযোগ চালু রেখেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইনস্টাগ্রাম চ্যাটে বিরাটের সঙ্গে আড্ডায় মাতলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসন।


কোহলি-কেভিন আড্ডা জমে উঠলো নানা মজায়। মজা করেই পিটারসন জিজ্ঞাসা করলেন তোমার ডাকনাম ‘চিকু’ কেন? বিরাট উত্তরে বলেন, আসলে চিকু নামটা ২০০৭ সালে আমার রঞ্জি ট্রফি দলের কোচ দিয়েছিলেন। তখন আমি চুল কেটেছিলাম। ফলে গাল আর চোখ দুটো বেশ বড় বড় দেখাতো। সে কারণেই ‘চম্পক’ কমিকসের খরগোশ এর নামে আমাকে চিকু বলে ডাকা হতো।


পাশাপাশি বিরাট কোহলি বলেন, ভারতীয় দলে আমার ‘চিকু’ নামটাকে জনপ্রিয় করে তুলেছেন মহেন্দ্র সিং ধোনি। উইকেটের পিছনে দাঁড়িয়ে এমএস (ধোনি) আমার নামটাকে পপুলার করে দিয়েছে। কারণ মাহি আমাকে চিকু বলে ডাকলে তা বারবার স্ট্যাম্প মাইকে ধরা পড়তো। আর তাতেই সবাই জেনে যায় আমার ডাক নামটা। -জি নিউজ