আগামী জুনে বাংলাদেশ সফরে আসার কথা ছিলো অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু সেটা হয়তো বাতিল হতে পারে। এই খবরের পর আরও খারাপ সংবাদ দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আগামী আগস্টে বাংলাদেশ সফরে নাও আসতে পারে কেন উইলিয়ামসনরা।
করোনার কারণে পুরো বিশ্ব এখন কার্যত লকডাউন। সব ধরনের খেলাও এখন বন্ধ। আয়োজন করা যাচ্ছে কোনো ধরনের টুর্নামেন্টই। সঙ্কটময় এই মুহূর্তে নিউজিল্যান্ডের শীতকালীন সফরগুলো হবে কিনা সেটা নিয়েই দেখা দিয়েছে গভীর অনিশ্চয়তা। তাই তো স্থগিত হওয়ার পথে কিউইদের নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফর।
আগস্টে হতে যাওয়া দুই টেস্টের বাংলাদেশ সফরের সম্ভাবনার ওপরও। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) সভাপতি ডেভিড হোয়াইট সফর বাতিলের ইঙ্গিত দিয়ে বলেন, ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত সবার জন্য পরিষ্কারভাবে এই পরিস্থিতি প্রচণ্ড হতাশাজনক।
পরিস্থিতি দিন দিন কঠিন থেকে কঠিন হচ্ছে। প্রাণঘাতী ভয়ানক ভাইরাস কোভিড-১৯ পুরো বিশ্বকে নিজের নিয়ন্ত্রনে নিয়ে ফেলেছে। - আমাদের সময়