করোনার থাবায় বাতিলের পথে এবারের আইপিএল

খেলাধুলার বিবিধ March 31, 2020 1,441
করোনার থাবায় বাতিলের পথে এবারের আইপিএল

মরণঘাতী এ ভাইরাস মোকাবেলায় ভারতজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। আর আইপিএল পিছিয়ে নেয়া হয়েছে ১৫ এপ্রিলে। কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে এবছর আইপিএল হওয়া মুশকিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সরকারি ঘোষণা হতে পারে লকডাউন শেষে। জিনিউজ


ভারতে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ২৯ মার্চ থেকে ১৫ এপ্রিল কিন্তু ওই সময় পর্যন্ত বিদেশি ক্রিকেটারদের ভিসার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। পরে ভিসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা বাড়ানো হবে কিনা সে নিয়ে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। গত সপ্তাহে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দলগুলির সঙ্গে ভিডিও কনফারেন্স বাতিল হয়েছে। ক্রিকফ্রেঞ্জি


এছাড়াও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিও টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার বাতিল করেছে। জুন পর্যন্ত বাতিল সব ধরণের ক্রিকেট। এমতাবস্থায় আইপিএল মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হওয়াটাই স্বাভাবিক।


ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলিও মনে করছেন, আইপিএলের জন্য পরে আর সূচি পাওয়া যাবে না। বিদেশ সফরে নিষেধাজ্ঞা দেয়ায় আইপিএলে পাওয়া যাবে না অস্ট্রেলিয়া কোনও অজি ক্রিকেটারকে পাওয়া যাবে না। অন্যান্য দেশের ক্রিকেটারদের পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাই ফ্র্যাঞ্চাইজিগুলো ধরেই নিয়েছেন এবারের আইপিএল হচ্ছে না। হিন্দুস্তান টাইমস


পরের বছর আবার হবে আইপিএল। সেক্ষেত্রে কোনও নিলাম অনুষ্ঠিত হবে না পরের বছর। ২১ দিনের লকডাউন শেষ হলে কেন্দ্রের সঙ্গে কথা বলেই আইপিএলকে সরকারি ভাবে এই বছরের জন্য বাতিল করে দেবে বিসিসিআই, সূত্রের খবর এমনই। দ্য হিন্দু