মেসির পর করোনা সহায়তায় ১০ লাখ পাউন্ড দিলেন রোনালদোও

খেলাধুলার বিবিধ March 26, 2020 2,231
মেসির পর করোনা সহায়তায় ১০ লাখ পাউন্ড দিলেন রোনালদোও

করোনা যুদ্ধে সামিল হয়েছেন ফুটবল সম্রাট লিওনেল মেসি। আর্জেন্টাইন এই সুপারস্টার বার্সেলোনার এক হাসপাতালে দান করেছেন এক মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৯ কোটি ১৫ লাখ টাকা। এরপর পিছিয়ে থাকেননি আরেক রাজা ক্রিশ্চিয়ানো রোনালদোও। নিজের এজেন্টের সঙ্গে যৌথভাবে তিনিও দিয়েছেন ৯ কোটির বেশি টাকা। গার্ডিয়ান, বিবিসি ও মার্কা।


এর আগে পর্তুগালে নিজের মালিকানাধীন হোটেলগুলোতে করোনা রোগীদের চিকিৎসা দিবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এমন খবরই ছড়িয়ে পড়েছিল। আসলে খবরটা পুরোই ছিল গুজব। তবে আর কোনো গুজব নয়। জর্জ মেন্ডেসের সহায়তায় যে টাকা দিয়েছেন সেটা দিয়ে লিসবন ও পোর্তোর হাসপাতালে করোনা রোগীদের জন্য তিনটি ইনটেনসিভ কেয়ার ইউনিট বসানো হচ্ছে। লিসবন টাইমস


আর বার্সেলোনায় গত ১৪ মার্চ থেকে কোয়ারেন্টাইনে থাকা মেসির পুরো টাকাটা পেয়েছে স্পেনের বার্সেলোনা ক্লিনিক নামক হাসপাতাল। যারা করোনাভাইরাসের চিকিৎসা করাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের টুইটারে এ তথ্য জানিয়েছে। ব্লেচার রিপোর্ট