ছোঁয়াছে এ ভাইরাসের কারণে আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য ওই আয়োজন পিছিয়ে যেতে পারে, এমন আভাস দিয়েছেন অস্ট্রেলিয়ার সরকার। এরই মধ্যে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ইভেন্ট বন্ধ হওয়ায় স্থবির হয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত রাত পর্যন্ত সারাবিশ্বে ১৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। আক্রান্ত হয়েছেন সাড়ে ৩ লক্ষাধিক মানুষ। চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে এ ভাইরাস।
এতে সবচেয়ে বেশি, ইতালিতে প্রায় ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে গতকালই ৬০১ জনের মৃত্যু হয়। দেশেও করোনাভাইরাসে ইতোমধ্যে ৪০ জন আক্রান্ত এবং ৫ জনের মৃত্যু হয়েছে। - আমাদের সময়