বন্ধ হয়ে গেলো আইসিসির হেডকোয়ার্টারও

ক্রিকেট দুনিয়া March 23, 2020 1,147
বন্ধ হয়ে গেলো আইসিসির হেডকোয়ার্টারও

কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ায় স্থবির অবস্থা বিরাজ করছে ক্রীড়াঙ্গনে। ফুটবলের পাশাপাশি প্রায় সবগুলো দেশেই ক্রিকেটও বন্ধ রাখা হয়েছে। এবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রধান দপ্তরও বন্ধ করে দেয়া হয়েছে।


বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের কার্যালয় বন্ধ রয়েছে। ঘরে বসে চলছে কাজ। এই পথ ধরল আইসিসিও। আগামী শুক্রবার ভিডিও কনফারেন্সে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর ও চিফ এক্সিকিউটিভ মানু সাহনি এইসব বোর্ডের জরুরি বিষয়ে আলোচনা করবেন।


আগামী অক্টোবর ও নভেম্বরে অস্ট্রেলিয়ার হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু দেশটির সরকার ইঙ্গিত দিয়েছে, টুর্নামেন্টটি কমপক্ষে ছয় মাস পেছানোর। - আমাদের সময়