কিছুদিন আগেই ঘরের মাটিতে জিম্বাবুয়েকে একমাত্র টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ দল। সর্বশেষ দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভালো পারফর্ম করে টাইগার ব্যাটসম্যানরা।
যার ফলে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে টাইগার ব্যাটসম্যানদের। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে আছেন ওপেনার লিটন দাস। ৫৬৩ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে ২২তম পজিশনে আছেন তিনি।
• টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা ৭ ব্যাটসম্যানদের তালিকাটি দেখে নিন-
২২. লিটন দাস- ৫৬৩
৩০. মাহমুদউল্লাহ রিয়াদ- ৫২৯
৪৪. মোহাম্মদ নাইম শেখ- ৪৯২
৪৬. সৌম্য সরকার- ৪৮৪
৫০. তামিম ইকবাল- ৪৭৫
৫৯. মুশফিকুর রহিম- ৪৪৯
৬৫. সাব্বির রহমান- ৪৩১