প্রাণঘাতী করোনাভাইরাসের আশঙ্কা থাকলেও চলতি বছরের অক্টোবরে যথাসময়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
মঙ্গলবার (১৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সঠিক সময়ে আয়োজনের আশা করছে বিশ্বকাপের স্বাগতিক দেশ অস্ট্রেলিয়াও।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কেভিন রবার্টস জানান, বিশ্বকাপ আয়োজন নিয়ে এখনো কোনও দ্বিধা নেই তাদের মনে।
আগামী ১৮ থেকে ২৩ অক্টোবর বিশ্বকাপের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ও শ্রীলঙ্কা এখানে অংশ নিয়েই বিশ্বকাপের দ্বিতীয় পর্বে যেতে হবে। ১২ দলের দ্বিতীয় পর্ব শুরু হবে ২৪ অক্টোবর। রবার্টস বলেন, আমরা আশায় আছি, আগামী কয়েক সপ্তাহে বা মাসে আবার সব ধরণের খেলা মাঠে গড়াবে।
এমন পরিস্থিতির ব্যাপারে আমাদের কারওই ভালো ধারণা নেই। তাই শুধু আশা করছি অক্টোবর ও নভেম্বরে যখন ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় হবে, তখন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।
এখন আমরা ১৫ নভেম্বর (বিশ্বকাপ ফাইনাল) নিয়ে পরিকল্পনা করছি। আশা করছি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রতিটি আসন ভর্তি থাকবে। - পূর্বপশ্চিমবিডি