আইপিএলের পর সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টের নাম জানালেন ব্র্যাড হগ

ক্রিকেট দুনিয়া March 17, 2020 2,493
আইপিএলের পর সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টের নাম জানালেন ব্র্যাড হগ

ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগগুলোর মধ্যে সবার উপরেই আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বেশিরভাগ ক্রিকেটারদেরই ইচ্ছে থাকে আইপিএলে খেলার। কেননা এই লিগে টাকাও বেশি। তাই খেলোয়াড়দের ইচ্ছে থাকে আইপিএলে খেলার।


এদিকে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ব্র্যাড হগ এবার বিশ্বের সেরা দুটি ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের নাম জানান। আইপিএলের পাশাপাশি তার পছন্দের তালিকায় আছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।


তবে এই দুইটার মধ্যে কোনটা এগিয়ে সেটাও জানান হগ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জনপ্রিয়তার দিক থেকে আইপিএল দশ পেলে পিএসএল পাবে নয়।’