ভারত-অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের পথে হাঁটল বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া March 16, 2020 1,595
ভারত-অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের পথে হাঁটল বাংলাদেশ

বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্ক। যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ, শ্রীলঙ্কা-ইংল্যান্ড, পাকিস্তান-বাংলাদেশ সিরিজ স্থগিত ঘোষণা করা হয়।


এছাড়াও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের দেশের সকল প্রকার ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। ভারতের পর এমন সিদ্ধান্ত গ্রহণ করে ক্রিকেট অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।


এবার তাদের পথেই হাঁটল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনা ভাইরাসের আতঙ্কের মাঝেই শুরু হয়েছিল বঙ্গবন্ধু ঢাকা ডিভিশন প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর।


কিন্তু আজ বিকেলে দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম জমজমাট এই আসরটি স্থগিত ঘোষণা করে বিসিবি। শুধু ডিপিএলই নয়, সবধরণের খেলার ঘরোয়া টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।


সূত্রঃ অনলাইন