করোনা ভাইরাসে আ’ক্রান্ত হয়ে দিনদিন মৃ’তের সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত এই ভাইরাসে মৃ’ত্যু হয়েছে ৩ হাজার ২৮৫ জনের। বিভিন্ন দেশে দেড় লক্ষ মানুষ এ ভাইরাসে আ’ক্রান্ত হয়েছে। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩ হাজার ৬৮৮ জন। ইতোমধ্যে বাংলাদেশে করোনাভাইরাসে আ’ক্রান্ত তিনজন রোগী শনাক্ত হয়েছে।
এদিকে, করোনাভাইরাসের প্রভাবে থমকে গেছে ক্রীড়াঙ্গণ। তবে এরই মাঝে রোববার (১৫ মার্চ) থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ডিপিএলের উদ্বোধনী ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করে আবাহনীকে জিতিয়েছেন মুশফিক। ম্যাচের পর এক প্রশ্নের জবাবে দর্শকদের সতর্কতার পরামর্শ দেন এই মারকুটে ব্যাটসম্যান।
মুশফিক বলেন, ‘এটা (করোনাভাইরাস) নিয়ে সবাই আসলে শঙ্কিত, আমাদের যতটুকু সম্ভব সতর্ক থাকতে হবে। এছাড়া নামাজ পড়ে দোয়া করা ছাড়া তো উপায় নেই। আমাদের নির্দেশনা দেয়া হয়েছে বলে থুতু লাগানো যাবে না, হ্যান্ডশেক না করা, আমরা যখন একসাথে হব যাতে একটু দূরে দূরে থাকি। ড্রিংকস ব্রেকে হেক্সিসল ছিল, স্যানিটাইজার ছিল। সবই ছিল।