ভারতের পর সব ধরনের ক্রিকেট বন্ধ করলো অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকেট দুনিয়া March 15, 2020 965
ভারতের পর সব ধরনের ক্রিকেট বন্ধ করলো অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ

করোনাভাইরাসে টালমাটাল বিশ্ব ক্রীড়াঙ্গন। একের পর এক ইভেন্ট বাতিল হচ্ছে। ফুটবলের পর বড় আঘাত পড়েছে ক্রিকেটে। ভারত তাদের আন্তর্জাতিক ম্যাচের পর ঘরোয়া টুর্নামন্টে বাতিল করেছে। আইপিএলও পিছিয়েছে। এ সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ।


অস্ট্রেলিয়া শেফিল্ড শিল্ডের মত আসরের ম্যাচ বন্ধ রেখেছে। এর আগে ভারত-দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজও স্থগিত করা হয়েছে করোনাভাইরাসের কারণে। শ্রীলঙ্কা-ইংল্যান্ডের সিরিজও বাতিল হয়েছে। এশিয়া কাপের আসর নিয়েও ধোঁয়াশা শুরু হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।


ওয়েস্ট ইন্ডিজের পুরুষ ও নারী দলের বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্ট চলছিলো। সবগুলোই বন্ধ রেখেছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। আগামী দুই মাস পর্যন্ত সব টুর্নামেন্ট স্থগিত থাকবে।


তবে এতো কিছুর মধ্যেও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট ঢাকা প্রিমিয়ার লিগ ঠিকই শুরু হয়েছে। আতঙ্ককে গুরুত্ব দেয়নি বিসিবি। বরং ক্রিকেটারদের রুটি-রুজির প্রশ্ন তুলে আসর মাঠে গড়ানো হয়েছে।


সূত্রঃ আমাদের সময়