ভারতে ভয়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাস। এ পর্যন্ত ৮৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে দেশটিতে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হয়েছে। এর আগে আইপিএল ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক সিরিজ স্থগিত করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবার দেশটিতে সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করেছে সংস্থাটি।
আন্তর্জাতিক সিরিজ বন্ধ হলেও দেশের ঘরোয়া টুর্নামেন্টগুলো চালি রেখেছিল বিসিসিআই। কিন্তু মহামারী করোনাভাইরাসের কারণে ঘরোয়া আসরও বন্ধ করতে বাধ্য হলো তারা। ঘোষণা অনুযায়ী পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত দেশটিতে আর কোনো ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে না।
সূত্রঃ ডেইলি বাংলাদেশ