তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় এসেছিলো নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিডনিতে একটি ম্যাচ শেষও হয়েছে। দর্শকবিহীন মাঠে ওই ম্যাচে ৭১ রানে জিতেছিলো অজিরা।
কিন্তু করোনা আতঙ্কে সিরিজ চালাতে আর সাহস পায়নি আয়োজক দেশ। ফলে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজটি স্থগিত করেছে দু’দেশের বোর্ড।
করোনাভাইরাস আতঙ্কের কারণেই মূলত সিরিজটি বাতিলের সিদ্ধান্ত নেয় দুই দেশের ক্রিকেট বোর্ড। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল দর্শকবিহীন গ্যালারিতে, রুদ্ধদ্বার স্টেডিয়ামে।
এর আগে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজও বাতিল করে এই দুই দেশের ক্রিকেট বোর্ড। শুক্রবার বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানায়, সিরিজটির পরবর্তী সূচি তারা পরে জানিয়ে দেবে।
সূত্রঃ আমাদের সময়