বিশ্বব্যাপী মহামারী রূপ ধারণ করেছে করোনাভাইরাস। করোনাভাইরাসের কারণে প্রতিদিন শত শত মানুষ প্রাণ হারাচ্ছে। এর ধাক্কা লেগেছে বিশ্ব ক্রিকেটে। যে কারণে একের পর স্থগিত করা হচ্ছে বিভিন্ন ক্রীড়া আসর।
এবার শ্রীলঙ্কা সফর স্থগিত করলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। শ্রীলঙ্কার বিপক্ষে আসন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচ খেলছিল দুইদল। কিন্তু মাঝপথেই এমন সিদ্ধান্ত আসায় প্রস্তুতি ম্যাচ বন্ধ ঘোষণা করা হয়।
পরিস্থিতি স্বাভাবিক হলে শ্রীলঙ্কা সফর করবে ইংল্যান্ড। এ প্রসঙ্গে ইসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘কোভিক-১৯ বিশ্বব্যাপী মহামারী রুপ নেওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, শ্রীলঙ্কা সফর এই মুহুর্তে স্থগিত করে আমাদের ক্রিকেটাররা যুক্তরাজ্যে ফেরত আসবে।
এই মুহুর্তে আমাদের ক্রিকেটারও সাপোর্ট স্টাফ শারীরিক ও মানসিক সুস্থতা সবার আগে জরুরি।’