পেছালো আইপিএল : নতুন তারিখ ঘোষণা

ক্রিকেট দুনিয়া March 13, 2020 2,841
পেছালো আইপিএল : নতুন তারিখ ঘোষণা

চলতি মাসের ২৯ মার্চ পর্দা উঠার কথা ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের। কিন্তু বিশ্বব্যাপী মহামারী রূপ ধারণ করা করোনাভাইরাসের কারণে আইপিএলের এবারের আসর নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা।


তবে এবারের আইপিএল আসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে আইপিএল গর্ভনিং কাউন্সিল। আইপিএলের সূচিতে পরিবর্তন এনেছে তারা। নতুন সূচিতে আগামী ১৫ এপ্রিল থেকে মাঠে গড়াবে আইপিএলের ১৩তম আসরের।


আগামীকাল শনিবার ১৪ এপ্রিল আইপিএল ইস্যুতে বৈঠক করার কথা ছিল টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের। কিন্তু একদিন আগেই বৈঠক করেছে তারা এবং বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল।


বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং সেক্রেটারি জয় শাহ সেই বৈঠকে উপস্থিত ছিলেন। সবকিছু বিবেচনা করেই ১৭ দিন পেছানো হয়েছে আইপিএলের এবারের আসর।