বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের ভেন্যুতে দর্শক নিষিদ্ধ

ক্রিকেট দুনিয়া March 13, 2020 1,291
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের ভেন্যুতে দর্শক নিষিদ্ধ

এ মাসের শেষেই বাংলাদেশ ক্রিকেট দলের তৃতীয় দফায় পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। করাচির ন্যাশনাল স্টেডিয়াম ১ এপ্রিল একটি ওয়ানডে ও ৫ এপ্রিল থেকে খেলার কথা একটি টেস্ট। তবে করোনাভাইরাসের কারণে ম্যাচ দুটি নিয়ে রয়েছে শঙ্কা। দেশ রূপান্তর


সেই শঙ্কার মাঝেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি স্টেডিয়ামে দর্শক উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি এড়াতে এই পদক্ষেপের কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


শুক্রবার থেকেই এই মাঠে ‘ক্লোজ ডোর’ ম্যাচ আয়োজন করা হবে। এ ছাড়া ক্রিকেটারদের করমর্দন করা থেকে বিরত থাকার পরামর্শও দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশ দলের তৃতীয় দফার পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা যে বাড়ল সেটি বলাই যায়।


করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর করাচিতে আগেই স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরই মধ্যে জানিয়েছে, বিষয়টি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিসিবি সভাপতি বুধবার জানিয়েছেন, পিসিবির সঙ্গে আলোচনা সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।


সূত্রঃ আমাদের সময়