শচীনের এই দুই রেকর্ড কখনো ভাঙ্গতে পারবে না কোহলি

ক্রিকেট দুনিয়া March 13, 2020 2,204
শচীনের এই দুই রেকর্ড কখনো ভাঙ্গতে পারবে না কোহলি

ক্রিকেট ক্যারিয়ারে ব্যাট হাতে একের পর এক তাণ্ডব চালিয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। সেই সাথে গড়েছেন বেশ কয়েকটি রেকর্ড। সেঞ্চুরির সেঞ্চুরি করেছেন তিনি।


তার এই রেকর্ড ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলির ভেঙ্গে দিতে পারেন। এখন পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে ৭০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি। তবে শচীনের এমন দুটি রেকর্ড আছে যেগুলো কোহলির পক্ষে ভাঙ্গা সম্ভব নয়।


নিজের ক্রিকেট ক্যারিয়ারে ৪৬৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন শচীন। কোহলি এখন পর্যন্ত ২৪৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ৩৩ বছর বয়সী কোহলির পক্ষে শচীনের রেকর্ড ভাঙ্গা সম্ভব নয়। এদিকে টেস্টেও সবার উপরে আছেন শচীন।


২০০টি টেস্ট খেলেছেন তিনি। অন্যদিকে কোহলি এখন পর্যন্ত ৮৬টি টেস্ট খেলেছেন। যার ফলে শচীনের এই রেকর্ডও ভাঙ্গতে পারবে না কোহলি।