জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ দল। সব ফরম্যাটেই তাদের হারিয়েছে টাইগাররা। একমাত্র টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে জিম্বাবুয়ে।
দুই ম্যাচের টি-টোয়েন্টি শেষে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে আছেন বাংলাদেশ দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহিম। ২ ম্যাচ খেলে ৫৭ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন তিনি।
সেরা পাঁচের বাকি চারজনই বাংলাদেশি। ১ ম্যাচ খেলে ৩৪ রান খরচ করে ৩ উইকেট শিকার করা আমিনুল ইসলাম বিপ্লব আছেন দ্বিতীয় স্থানে। তিনে আছেন আফিফ হোসেন। তিনি ২ ম্যাচ খেলে ২০ রান খরচ করে ২ উইকেট শিকার করেন।
১ ম্যাচ খেলে ২২ রান খরচ করে ২ উইকেট শিকার করে তালিকায় চারে আছেন আল-আমিন হোসেন। ২ ম্যাচ খেলে ৪৯ রান দিয়ে ২ উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফউদ্দিন।
তিনি আছেন পাঁচে। পুরো টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বোলাররা মিলে বাংলাদেশের চারটি উইকেট নিতে সক্ষম হয়েছে। যার মধ্যে ক্রিস এমপফু নিয়েছেন দুই উইকেট।