বাংলাদেশ দলকে অভিনন্দন জানালেন সাকিব আল হাসান

ক্রিকেট দুনিয়া March 12, 2020 1,828
বাংলাদেশ দলকে অভিনন্দন জানালেন সাকিব আল হাসান

টেস্ট ও ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দেশটিতে ৯ উইকেটে জয়লাভ করেছে বাংলাদেশ দল।


টসে হেরে বোলিং করতে নেমে জিম্বাবুয়েকে ১১৯ রানে বেধে দিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে এই সংগ্রহ পায় জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে ১৫.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।


গতকাল একটি রেকর্ড গড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথমবারের মতো কোনো দলকে তিন বিভাগেই হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। তার আগে একমাত্র টেস্টে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জয় পায় মুমিনুলরা।


জিম্বাবুয়েকে তিন বিভাগেই হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল তার ফেসবুক পেজে তিনি বলেন, A clean sweep by the tigers against Zimbabwe! Congratulations on this well-deserved success.


দারুণ পারফরম্যান্সে টাইগাররা জিতে নিলো সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিও। দলের এমন সাফল্যে অভিনন্দন টিম টাইগার্সকে।