অনিশ্চয়তায় বাংলাদেশের তৃতীয় ধাপের পাকিস্তান সফর

ক্রিকেট দুনিয়া March 12, 2020 1,041
অনিশ্চয়তায় বাংলাদেশের তৃতীয় ধাপের পাকিস্তান সফর

দিনদিন এই ভাইরাসে মৃ’তের সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত এই ভাইরাসে মৃ’ত্যু হয়েছে ৩ হাজার ২৮৫ জনের। বিভিন্ন দেশে দেড় লক্ষ মানুষ এ ভাইরাসে আ’ক্রান্ত হয়েছে। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩ হাজার ৬৮৮ জন। এর প্রভাব পরেছে ক্রিকেট বিশ্বেও।


করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মাঝে এপ্রিল মাসের শুরুতে বাংলাদেশের তৃতীয় দফার পাকিস্তান সফরও নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।


বুধবার (১১ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এসে তিনি জানান;“এই মুহূর্তে ক্রিকেটারদের পাকিস্তানে পাঠানো ঠিক হবে কিনা, তা ঠিক করতে সভায় বসব আমরা। দেখি ওটা নিয়েও কথা বলব। ধাপে ধাপে দেখব। ওটা নিয়ে আমরা সিদ্ধান্ত নিব।”


উল্লেখ্য, ১ এপ্রিল করাচিতে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর ৭ এপ্রিল একই ভেন্যুতে টেস্ট খেলার কথা রয়েছে টাইগারদের।