তোমাদের ঘরোয়া ক্রিকেটারদের থেকেও কম বেতন পাই আমিঃ উইলিয়ামস

ক্রিকেট দুনিয়া March 12, 2020 2,576
তোমাদের ঘরোয়া ক্রিকেটারদের থেকেও কম বেতন পাই আমিঃ উইলিয়ামস

বর্তমানে জিম্বাবুয়ের জার্সি গায়ে যে কয়জন ক্রিকেটার নিয়মিত পারফর্ম করে চলেছেন তার মধ্যে উইলিয়ামস অন্যতম। অনেক হারা ম্যাচ জিতিয়েছেন তিনি।


বাংলাদেশের বিপক্ষে দল হারলেও দারুন পারফর্ম করেছেন জিম্বাবুয়ে অধিনায়ক। তবে দুঃখের বিষয় হচ্ছে, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটারদের থেকেও কম বেতন পায় এই তারকা ক্রিকেটার।


এক সাক্ষাৎকারে জিম্বাবুয়ান দলপতি বলেন, “তোমাদের কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের চেয়েও আমি কম বেতন পেয়ে থাকি।


আমাদের গ্রাউন্ডস, ঘরোয়া ক্রিকেটের অবস্থা ভালো না। আমার মনে হয় আমি যা পাই তার চাইতে বেশি পাওয়া উচিত। এবং এও আশা করি, আমাদের ক্রিকেট আবার আগের দিনে ফিরে যাবে।”


বাংলাদেশের সেরা খেলোয়াড় কে? এমন প্রশ্নে তিনি বলেন;“ আমার মনে হয় তামিম ইকবাল। আমি তামিমের একজন বড় ভক্ত। তবে এই মুহুর্তে মুশফিক বাংলাদেশের সেরা।”