টি-টোয়েন্টি সিরিজেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া March 11, 2020 1,100
টি-টোয়েন্টি সিরিজেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পায় বাংলাদেশ দল। আজ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মাঠে নামে দুইদল। টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।


প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান করে জিম্বাবুয়ে। ১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলকে সাবধানতার সাথে এগিয়ে নিতে থাকেন দুই ওপেনার লিটন ও নাঈম। পাওয়ার প্লেতে ৪৪ রান তুলেন তারা।


শেষ পর্যন্ত ৭৭ রানের জুটি গড়েন এই দুইজন। এমপোফুর বলে কামুনহুকামুয়ের হাতে ধরা পড়ে ৩৩ রান করে ফিরেন নাঈম। অন্যদিকে ৩৫ বলে ৭ চারে হাফসেঞ্চুরি পূর্ণ করেন লিটন। প্রথম টি-টোয়েন্টিতেও হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।


শেষ পর্যন্ত লিটনের অপরাজিত ৬০ ও সৌম্যর অপরাজিত ২০ রানে ভর করে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পায় টাইগাররা। এরই ফলে টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ দল।


একমাত্র টেস্ট জয়ের পর জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে টাইগাররা। এবার টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা।


সূত্রঃ বিডি২৪রিপোর্ট