বড় চমকে দ.আফ্রিকার বিপক্ষে ভারতের ওয়ানডে দল ঘোষণা

ক্রিকেট দুনিয়া March 8, 2020 4,020
বড় চমকে দ.আফ্রিকার বিপক্ষে ভারতের ওয়ানডে দল ঘোষণা

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার এবং হার্দিক পান্ডিয়া।


এছাড়াও দলে জায়গা পেয়েছেন শুভমান গিল। অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন- কেদার যাদব, শিভাম দুবে, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি এবং মায়াঙ্ক আগারওয়াল। ইনজুরির কারণে দলে ডাক পাননি রোহিত শর্মা।


আগামী ১২ মার্চ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে ভারত-দক্ষিণ আফ্রিকা। সিরিজের বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৫ মার্চ ও ১৮ মার্চ।


ভারতের ওয়ানডে স্কোয়াডঃ শিখর ধাওয়ান, পৃথ্বি শ, বিরাট কোহলি, লোকেশ রাহুল, মনিশ পান্ডে, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, ইয়ুজভেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, নবদ্বীপ সাইনি, কুলদ্বীপ যাদভ এবং শুভমান গিল।