ভাইরাল বনে গেল মাশরাফির সেই ফেসবুক স্ট্যাটাস

খেলাধুলার বিবিধ March 8, 2020 4,407
ভাইরাল বনে গেল মাশরাফির সেই ফেসবুক স্ট্যাটাস

গত শুক্রবার শেষবারের মতো বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন জনপ্রিয় ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা। তবে দলকে রেখে গেছেন সাফল্যের চূড়ায়। তাকে আর কখনো বাংলাদশের ক্রিকেট বোর্ডের লোগো সম্বলিত ক্যাপ উচু করে দলকে নেতৃত্ব দিতে দেখা না গেলেও লাখো ভক্তের স্বপ্নে তিনি খেলতে থাকবেন যুগের পর যুগ ধরে। গতকাল রাত সাড়ে নয়টায় ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজ থেকে একটি পোস্ট দিয়েছিলেন মাশরাফি। পোস্টটি দেখে তাঁর যেকোনো ভক্তের মন কেঁদে উঠবে। ক্যাপশন ছিল,


‘শেষ বেলায় ভুলে যেও অভিমান। মনে রেখ কেবল একজন ছিল, ভালবাসত শুধু তোমাদের…. ‘


মুহূর্তেই পোস্টটির ওপর দিয়ে লাইক-কমেন্টের বন্যা বয়ে যায়। আর ইতিমধ্যেই সেই পোস্টটি ভাইরাল বনে গিয়েছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত সেই পোস্টে মোট ১ লক্ষ ১৯ হাজারটি রিয়েকশন পড়েছে। কমেন্ট করা হয়েছে ১২ হাজারবার। শেয়ার করা হয়েছে ১১ হাজারবার। তবে ১২ হাজার কমেন্টের মধ্যে বেশিরভাগই ছিল আবেগঘন।