অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা

ক্রিকেট দুনিয়া March 8, 2020 1,108
অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা

সময়টা মুটেও ভাল যাচ্ছেনা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের একের পর এক হারের মুখ দেখছে অসিরা। এবার দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হল ৫ বার বিশ্বকাপ জেতা দলটি।


শনিবার (৭ মার্চ) পচেফস্ট্রুমে অস্ট্রেলিয়ার ২৫৪ রান ২৬ বল আগে টপকে ৬ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। আগের দুই ম্যাচে জিতে আগেই সিরিজ নিশ্চিত করা স্বাগতিকরা এবার শেষ ম্যাচ জিতে অসিদের হোয়াইওয়াশও করেছে।


ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২৫৪ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ইয়ানেমান মালান আর কুইন্টেন ডি কক আনেন ভালো শুরু। কিন্তু থিতু হয়ে দুজনেই ফেরেন পর পর। কিন্তু পথ হারায়নি দক্ষিণ আফ্রিকা।


৪ ওয়ানডে খেলা স্মুটস, ২ ওয়ানডে খেলা ভেরেনি আর ১৬ ওয়ানডে খেলা ক্লাসেন কাজটা করে দেন সহজ। স্মুটস ৮৪, ভেরেনি ৫০ আর ক্লাসেন করেন অপরাজিত ৬৮ রান। শেষ পর্যন্ত ৬ উইকেটের জয় পায় দক্ষিণ আফ্রিকা।