একনজরে দেখে নিন আইপিএলে কোন দলের কোচ কে?

ক্রিকেট দুনিয়া March 7, 2020 1,127
একনজরে দেখে নিন আইপিএলে কোন দলের কোচ কে?

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ত্রয়োদশ আসর শুরু হবে এ মাসেই। বরাবরই আইপিএল আলোকিত হয়ে থাকে ক্রিকেটারদের পারফরম্যান্সে। তবে পর্দার আড়ালে থেকে সবকিছু নিয়ন্ত্রণ করে থাকেন দলগুলোর কোচ।


অনেক নামকরা কোচই আইপিএলের এবারের আসরে দলগুলোর নিয়ন্ত্রণে থাকবেন। রিকি পন্টিং, ট্রেভর বেইলিস, মাহেলা জয়াবর্ধনেদের দেখা যাবে ডাগআউটে। এক নজরে দেখে নিই আইপিএল-২০২০ এ কোন দলের দায়িত্বে থাকছেন কে:


দিল্লী ক্যাপিটালস-রিকি পন্টিং

চেন্নাই সুপার কিংস-স্টিফেন ফ্লেমিং

কিংস ইলেভেন পাঞ্জাব-অনিল কুম্বলে

কলকাতা নাইট রাইডার্স-ব্রেন্ডন ম্যাককালাম

মুম্বাই ইন্ডিয়ান্স-মাহেলা জয়াবর্ধনে

রাজস্থান রয়্যাল-অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু-সাইমন ক্যাটিচ

সানরাইজার্স হায়দরাবাদ-ট্রেভর বেইলিস


সূত্রঃ ডেইলি বাংলাদেশ